DHAKA WEATHER

আপনার ইমেইল আইডি হোক আপনার পরিচয়


আমারা প্রতিদিন বিভিন্ন কাজে এখন মেইল ব্যবহার করে থাকি। নিজের একটা ইমেইল আইডি নেই এমন একজন মানুষ এখনকার এই যুগে খুজে পাওয়া দুষ্কর, বিশেষ করে যারা শিক্ষিত। অনেক অফিসেই এখন নিজেদের মেইল ডোমেইন ব্যবহার করে তাদের কর্মীদের জন্য। যেমনঃ abc কোম্পানি যদি তাদের নিজেদের মেইল ডোমেইন ব্যবহার তাহলে তাদের কর্মীদের ইমেইল দেখতে সাধারনত employee@abc.com এমন হবে। 

কিন্তু আমরা সাধারনত ফ্রী মেইল ব্যবহার করি যেমনঃ জিমেইল, ইয়াহু, আউটলুক ইত্যাদি। সেখানে আপনার নামের শেষে জিমেইল, ইয়াহু, আউটলুক ইত্যাদি (jony@gmail.com) মেইল ডোমেইন হিসেবে থাকে।  কিন্তু একবার ভেবে দেখুন তো আপনার ইমেইল আইডি যদি এমন হয় jony@accountant.com,  jony@dr.com, jony@engineer.com তখন কেমন হবে। যে আপনার মেইল পাবে সে আপনার ইমেইল আইডি দেখেই আপনার পেশা সম্বন্ধে বা আপানার পরিচয় জানতে পারবে।  

এরকম আপনার পরিচয় বাহক একটা ইমেইল আইডি পেতে হলে আপনাকে www.mail.com এ যেতে হবে। 

সাইন ইন বাটনে ক্লিক করে আপনার পছন্দের মেইল ডোমেইন সিলেক্ট করতে হবে 

প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। 

Post a Comment

Previous Post Next Post