DHAKA WEATHER

যে অভিজ্ঞতার কথা আমরা কখনো কাউকে বলতে পারি না!


অনেক্ষন ধরে একটা তেলাপোকা আমার সামনে দিয়ে দৌড়া দৌড়ী করছে। আমি এক নজরে তেলাপোকাটির দিকে তাকিয়ে আছি। আসলে যাওয়ার বা লুকানোর তেমন জায়গা না থাকায় তাকে বাধ্য হয়েই আমার সামনে দিয়ে দৌড়া দৌড়ী করতে হচ্ছে। দৌড়া দৌড়ী করার আরেকটা কারন হতে পারে সে হয়ত বুজতে পারছে আমি তার দিকে এক নজরে তাকিয়ে মনে মনে কি ভাবছি (আল্লাহ তায়ালা ভাল জানেন)।

এবার আমি তেলাপোকাটিকে আমার পা দিয়ে চেপে ধরলাম। তেলাপোকাটিকে আমার পায়ে পৃষ্ট হয়ে মারা গেল। ব্যাপারটা অনেক সহজ মনে হচ্ছে তাই না। একবার চিন্তা করুন তো প্রতিটি মাখলুক এর জান কবজ করতে আজরাইল আসে। যে তেলাপোকাটি এই মাত্র আমার পায়ে পৃষ্ট হয়ে মারা গেল তার কাছেও আজরাইল এসেছিলো। যে কিনা একদিন আমার আপনার কাছেও আসবে।

Post a Comment

Previous Post Next Post