DHAKA WEATHER

মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিচ্ছে মায়া ভিলেজ


মা হওয়ার আগে কিংবা পরে প্রয়োজন পড়ে দরকারি পরামর্শের। অনলাইনে মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতার জন্য মায়া ভিলেজ গড়ে তুলেছেন আইভি হক রাসেল। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর উদ্যোগে তৈরি হয়েছে মায়া ডটকম বিডি (www.maya.com.bd) নামের পরামর্শভিত্তিক ওয়েবসাইট যেখান থেকে দরকারি পরামর্শ পাওয়া যাবে।

http://www.maya.com.bd/bn/


আইভি হক রাসেল বলেন, ‘আমি যখন মা হই তখন যুক্তরাজ্যে ছিলাম। সে সময় মনে হয়েছে একজন নতুন মা হতে গেলে অনেক কিছু জানার দরকার পড়ে। কিন্তু তা জানার সুযোগ সীমিত। ওই সময় থেকেই ইন্টারনেট থেকে তথ্য নিয়ে এবং চিকিৎসকদের পরামর্শে মায়া তৈরির উদ্যোগ নিই যাতে অনলাইনে মায়ের জন্য সহজে তথ্য পাওয়া সম্ভব হয়।’

আইভি হক আরও বলেন, ‘মায়াতে শুরুতে গর্ভকালীন সেবার কথা বলা হলেও এখন নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা বা ইভটিজিং রোধসহ নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। এতে রয়েছে আছে নবজাতকের ধর্মীয়, বাংলা ভাষা ও মারমা ভাষায় নাম পছন্দের জন্য একটি সংযুক্ত তালিকা। শুরুতে শুধু মাত্র ইংরেজি ভাষায় এই সাইটটি থাকলেও এখন পুরো বাংলা ভাষায় ওয়েবসাইটের সব তথ্য পাওয়া যাচ্ছে। এখানে পোস্ট কোড বা গ্রামের নাম দিয়ে অনুসন্ধান করে স্থানীয় হাসপাতালের তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়াও মা শিশুর জন্য দরকারি তথ্যও এখানে রয়েছে। বর্তমানে বেসরকারি সংস্থা ব্র্যাকের অংশীদার হিসেবেও কাজ করছে মায়া। ডেস্কটপের পাশাপাশি মোবাইল থেকেও মায়াতে ঢোকা যায়। এ ছাড়াও শিগগিরই মায়ার অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত হবে।’

আইভি হক বলেন, ‘নারী অনেক সমস্যার সম্মুখীন জলেও সবার কাছে তা বলতে চান না বা চিকিৎসকের কাছেও যান না। মায়াতে এ ধরনের সমস্যার সমাধান চাওয়ার ব্যবস্থা আছে।’

(প্রথম আলো থেকে সংগৃহীত)

2 Comments

Post a Comment

Previous Post Next Post